আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট
জেলা পর্যায়ে ১৫তম আহ্বায়ক কমিটি হিসেবে এবার লালমনিরহাট জেলায় ১১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লালমনিরহাট জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। সংগঠনকে গতিশীল ও বিস্তৃত করতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন করা হয়।
তবে জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা পর পরই পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়। এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের পদত্যাগের স্ট্যাটাস দেখতে পাওয়া যায়। পদত্যাগের কারণ হিসেবে তারা জানান অসংখ্য সহযোদ্ধাকে এই নব্য কমিটিতে জায়গা না দেয়ায় তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগীদের করা হয়নি মূল্যায়ন।
কমিটিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামস্ বিন শাহরিয়ার নাঈমকে আহ্বায়ক, লালমনিরহাট সরকারি কলেজের মো. হামিদুর রহমানকে সদস্যসচিব, রংপুরের কারমাইকেল কলেজের ছাত্র সবুজ মিয়াকে মুখ্য সংগঠক এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ফারজানা প্রীতিকে মুখপাত্র করা হয়েছে।
এছাড়াও এই কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ৮ জনকে যুগ্ম সদস্য সচিব, ১৩ জনকে সংগঠক ও ৭৪ জনকে সাধারণ সদস্য করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের ১৪টি জেলা ও দুটি মহানগরে আহ্বায়ক কমিটি গঠন করে ঘোষণা করেছে।