নিজস্ব প্রতিবেদক।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে লালমনিরহাটের তিনটি আসনের প্রার্থীরা নাম ঘোষণা করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।
শনিবার ২১ ডিসেম্বর বিকাল ২ ঘটিকায় লালমনিরহাট শহরের কালেক্টর মাঠে গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা। ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখানুপাতিক ( পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি,ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষে লালমনিরহাট জেলার তিনটি আসনের সম্ভাব্য হাতপাখার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মুহতারাম আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম। প্রার্থিরা হলেন মুফতি ফজলুল করিম শাহরিয়া, লালমনিরহাট ১ আসন (পাটগ্রাম ও হাতীবান্ধা),মুফতি মাহফুজুর রহমান লালমনিরহাট-২ আসন (কালিগঞ্জ ও আদিতমারী), মাওলানা মোঃ মোকসেদুল ইসলাম লালমনিরহাট-৩ আসন (সদর)।
লালমনিরহাট জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।