নিজস্ব প্রতিবেদক।।
গুণগত মানসম্মত আদর্শিক ও নৈতিক শিক্ষার অঙ্গিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা ও ইসলামীক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে । শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহাবুবুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা খাতুন৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা,লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার সভাপতি, সাইদুল ইসলাম শামীম,লালমনিরহাট যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিসের পরিচালক আলাউদ্দিন আল আজাদ সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এ সময় প্লে থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ করেন। যারা ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করেছে তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।