আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিয়া পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন ২০২৪ মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি,যুগ্ন আহ্বায়ক সহকারী অধ্যাপক নাদিরুল মানিক,যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান,
উপজেলা জিয়া পরিষদের সদস্য সচিব আবুল হোসেন ও যুগ্ন আহ্বায়ক জুলফিকার আলীর সঞ্চালনে উদ্বোধক ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম বিপুল। প্রধান বক্তা ছিলেন জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক দুলাল হোসেন।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সন্মেলনের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী,সদস্য সচিব হাসানুল হক বান্না,ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম,যুগ্ন আহ্বায়ক আমির হামজা সহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাতে উপস্থিত সকল সদস্যের মতামত নিয়ে সভাপতি পদে আজিজুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে আবুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান এর নাম ঘোষনা করা হয়।