নিজস্ব প্রতিবেদক।।
হামিউস সুন্নাহ মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় অত্র মাদ্রাসা প্রাঙ্গনে। মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে হাড়িভাঙ্গা তালিমুল ইনসান হাফিজিয়া ও কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল ইসলাম অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাকিম খান প্রধান শিক্ষক কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ নুরুন্নবী সরকার নয়ন প্রভাষক বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট এর বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করেন আগত অতিথিবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম এবং সহকারী শিক্ষকবৃন্দ।
হামিউস সুন্নাহ মডেল মাদ্রাসার পক্ষ থেকে আগত অতিথিবৃন্দকে জায়নামাজ ও গিফট প্রদান করেন পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মাদ্রাসার সকল শিক্ষকদেরকে গিফট প্রদান করেন।
মাদ্রাসাটির ছাত্র-ছাত্রীদের ইসলামী গজল নাটিকা ও বিতর্কমূলক প্রতিযোগিতা অনুষ্ঠান দেখে উপস্থিত অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হয়ে তাদের জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ জাহাঙ্গীর আলম সহ সকল সহকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হামিউস সুন্নাহ মডেল মাদ্রাসাটি পশ্চিম আমবাড়ি, পূর্বপাড়া হারাটি, লালমনিরহাটে অবস্থিত। অনুষ্ঠানটি ১০৫ জন ছাত্র-ছাত্রীদের কে পবিত্র কোরআনের ছবক প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন সভাপতি হাফেজ মোঃ নুর আলম সিদ্দিক