বিশেষ প্রতিনিধি।।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে তিস্তার পাড়ে ১০ লক্ষের অধিক মানুষ অবস্থান করবে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার ২৯ ডিসেম্বর লালমনিরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে কেমন লালমনিরহাট চাই শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ ও ১৮ তারিখ তিস্তা পাড়ে পাঁচ জেলার ১০ লক্ষের অধিক মানুষ সমবেত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়াজ তুলবেন।
৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি থেকে শুরু করে নানা রকমের কর্মসূচির কথা তিনি জানান।তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে লালমনিরহাট জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে এর পাশাপাশি বাকি যে উন্নয়নের কাজগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের দ্রুত হবে। তিনি জেলার সকল স্তরের মানুষকে কর্মসূচি পালন করার অনুরোধ জানান। আলোকিত লালমনিরহাট স্লোগান কে পূনরুজ্জীবিত করতে এক হয়ে কাজ করতে বলেন সকলকে।
তিনি আরও বলেন পতিত আওয়ামী সরকারের কারনে দীর্ঘ সময় বিএনপির লোকজন দাবি তুলে ধরতে পারেনি এখন সময় এসেছে যৌক্তিক দাবী তুলে ধরে তা বাস্তবায়ন করার। আগামীর লালমনিরহাট কেমন চাই তার জন্য নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন আসাদুল হাবীব দুলু।
এডভোকেট জিন্নাত আরা রোজীর সভাপতিত্বে জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক,সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতারা মুল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধি সহ পাঁচ শতাধিক এর ও বেশী উপস্থিতি ছিলো।