বিশেষ প্রতিনিধি।।
শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন লালমনিরহাট কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী (৩০-৩১ ডিসেম্বর) শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এর আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রামসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল ইসলাম মুকুল, রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা মোঃ আলী আজম আরো উপস্থিত ছিলেন শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম মন্ডল ও বাছড়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসা রাজারহাট, কুড়িগ্রামের প্রভাষক মোঃ মাহিবুর রহমান
২০২৫ ইং শিক্ষাবর্ষের নতুন কারিকুলামে পাঠদান ধারণা ও বাস্তবতার নিরিখে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তিনটি প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলো হল লালমনিরহাট ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বসুন্ধরা ক্যাম্পাস ও রেল স্টেশন ক্যাম্পাস এবং লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা
দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক শিক্ষিকাদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করেন শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মাহববুল ইসলাম মন্ডল ও পরিচালক মোঃ মাহিবুর রহমান