মোঃ এ কে নোমান, নওগাঁ।।
প্রাণবন্ত উদ্দীপনা ও তরুণ প্রজন্মের প্রাণচাঞ্চল্যে ভরপুর নওগাঁ সরকারি কলেজে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব। সকাল ১০টায় কলেজ চত্বরে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক বলেন, “খেলাধুলা শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারুণ্যের এই উৎসব কেবল আনন্দের মাধ্যমই নয়, বরং শিক্ষার্থীদের জন্য সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করে।"
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস. এম. মোজাফফর হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর মনিরুজ্জামান খান এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। এছাড়া কলেজের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এ আয়োজনে অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। প্রথমেই আয়োজন করা হয় ছেলে ও মেয়েদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। এরপর একে একে, টেবিল টেনিস, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি খেলায় শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও প্রতিযোগিতার উদ্দীপনা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মানসিক চাঞ্চল্য ও শিক্ষা ক্ষেত্রে বাইরে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতার সুযোগ করে দেয়। একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, "এই প্রতিযোগিতা আমাদের শারীরিক ফিটনেস বাড়ানোর পাশাপাশি দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। আমরা এই আয়োজনের জন্য কৃতজ্ঞ।"
এ আয়োজনের আনন্দ কেবল শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। কলেজের শিক্ষক ও কর্মকর্তারাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের এই আন্তঃসম্পর্ক পূর্ণ পরিবেশ আয়োজনটিকে অনন্য মাত্রায় উন্নীত করেছে।
তারুণ্যের উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরো কলেজ চত্বর সাজানো হয় মনোমুগ্ধকরভাবে। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও সজ্জায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে আয়োজিত সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পায়।
নওগাঁ সরকারি কলেজ প্রতিবছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তবে এ বছর তারুণ্যের উৎসব এর সাথে একীভূত হওয়ায় আয়োজনটি পেয়েছে ভিন্ন এক মাত্রা। দিনব্যাপী চলা এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়ানোর পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, শৃঙ্খলা ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এমন একটি উৎসবমুখর আয়োজন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের বাইরে আনন্দ ও শারীরিক চর্চার জন্য এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত