মোঃ আমানতুবিল্লাহ ,
স্টাফ রিপোর্টার।
লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামে একটি বানর দেখা যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল ১০টার দিকে গ্রামবাসীরা বানরটিকে গাছের ডালে দেখতে পান। এলাকাবাসীর অভিযোগ, বানরটি প্রায় প্রতিদিনই গাছ, ফসলের মাঠ এবং কখনো কখনো বাড়ির ছাদে ঘুরে বেড়ায়। এর ফলে ফসল ও ফলের ক্ষতি হওয়ার পাশাপাশি, গ্রামবাসীদের আক্রমণের শিকার হতে হচ্ছে।
স্থানীয়রা জানান, বানরটিকে তাড়ানোর চেষ্টা করতে গিয়ে অনেকেই শারীরিক আঘাত পেয়েছেন। ফসল রক্ষার প্রচেষ্টা চালাতে গিয়ে গ্রামের কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে বানরটি মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানা গেছে। খাদ্য সংকটে ভোগা বানরটি প্রায়শই খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে, যা গ্রামবাসীদের উদ্বেগ বাড়িয়েছে। তবে, এই সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
গ্রামবাসীরা বানরটির তাণ্ডব থেকে রেহাই এবং ক্ষয়ক্ষতির প্রতিকার চেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত