নিজস্ব প্রতিবেদক।।
লালমনিরহাটে রেলওয়ের এক একর জমি পুনরুদ্ধার করেন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ লালমনিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের বিডিআর গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
এতে কাঁচা-পাকা ২৫-৩০ দোকান ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর জমি পুনরুদ্ধার করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অবৈধ স্থাপনা নির্মাণকারীদের ৩০ নভেম্বর গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫ ডিসেম্বরের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনা উপেক্ষা করায় এই অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে অস্থায়ীভাবে ব্যবসা করে আসা ব্যবসায়ীদের অভিযোগ পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হয়েছে।
ফল ব্যবসায়ী সবুজ বলেন, প্রায় ২৮ বছর ধরে রেলের এই জায়গায় ব্যবসা করে সংসার চালাই। এখন আমার এই ক্ষতি কে পূরণ করে দেবে? এ পর্যন্ত বহুবার উচ্ছেদ করা হয়েছে। আমাদের কাগজ দেবে দেবে বলে পরে আর দেওয়া হয় না। পুনর্বাসন করে এই ক্ষতি থেকে উদ্ধার করা হোক। না হয় পরিবারসহ আমরা না খেয়ে মরে যাব।
লালমনিরহাট রেলওয়ে সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, রেলের জমি অবৈধ দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।