মোঃ শিমুল পারভেজ, চাঁপাইনবাবগঞ্জ।।
ভোলাহাট উপজেলা সমিতি, ঢাকা’র আয়োজনে সাভারের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন প্রিয়াংকা শুটিং স্পট-এ “ভোলাহাট উৎসব-২০২৫” উপলক্ষ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার অধিবাসী যাঁরা ঢাকায় বিভিন্ন পেশা ও উদ্যোক্তা হিসাবে উৎপাদনমুখী কর্মে জড়িত তাঁদের পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের কার্যসূচীর উদ্বোধন করেন। সকাল ১০টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিক আহমেদ বাপ্পি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার অবঃ আতাউর রহমান, দবিরুল ইসলাম , এ এম নাজমুল ইসলাম, আলাউদ্দিন, প্রমুখ।
এরপর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান আশিক আহমেদকে সভাপতি ও আবোল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। আগামী দিনে এই সংগঠনকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। দিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদুর রহমান।