আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট।।
জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” – এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী বিজ্ঞান ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী।
সহকারী প্রোগামার রফিকুল ইসলামের সঞ্চালনে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন আদিতমারী থানার ওসি আলী আকবর, অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ন কবির,সমাজসেবা অফিসার মাসুদ রানা প্রমুখ।
আয়োজকরা জানান, বিজ্ঞান মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করেন।