নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিলনের দুটি পা কেটে ফেলতে হয়েছে।
২০(জানুয়ারি) রাতে কালিগঞ্জ থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে আদিতমারী স্বর্ণমতি ব্রিজের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তার মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে আদিতমারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রংপুর মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা বিবেচনায় ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখানে আজ সকালে তার অপারেশন করা হয়, তবে তার দুটি পা রক্ষা করা সম্ভব হয়নি।
সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিলনের দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন। আল্লাহ তাআলার কাছে। তিনি যেন মিজানুর রহমান মিলন ভাইকে দ্রুত সুস্থ করে তোলেন এবং এই কঠিন পরিস্থিতি মোকাবিলার শক্তি প্রদান করেন।
তিনি দৈনিক লালমনির আলো পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি মন্ডলীর সদস্য
সকল সহকর্মীরা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিলনকে আর্থিক সহযোগিতার জন্য বিকাশ পার্সোনাল (০১৭৫১৩৫২৯৫৪)