মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর টঙ্গী।।
কালীগঞ্জে অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নাগরী ইউনিয়নের পাড়াবর্তা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাড়াবর্তা এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। সে সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মাটি কাটায় জড়িত আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কালিয়ান্ড গ্রামের মুসা মল্লিকের ছেলে,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ আমাদের প্রতিনিধিকে বলেন ফসলী জমি থেকে মাটি কাটতে দেওয়া হবে না, আমাদের এধরণের অভিযান পরবর্তী সময়ে অব্যাহত থাকবে।