মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর টঙ্গী।।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও দাওয়াতুল হক্ক তাহফিজুল কোরআন মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ শে ফেব্রুয়ারী রোজ সোমবার
বাদ আছর হইতে ওয়াজ মাহফিল আরম্ভ হয় পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়।
সিরাজ উদ্দিন শেখ এর সভাপতিত্বে হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম এর সঞ্চালনায় মাহফিল টি অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন : হুফ্ফাজ হাফেজ মো : ইয়ামিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শরফ উদ্দিন শেখ বিশিষ্ট সমাজ সেবক, বড়গাঁও, মোক্তাপুর । ওয়াজ ও দোয়ার মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো: মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তাপুর ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মোঃ ফজলুল হক নয়ন বাগমার, সভপতি মোক্তারপুর ইউনিয়ন বিএনপি, কালীগঞ্জ, গাজীপুর। আমন্ত্রিত উলামেয়ে কেরামঃহযরত মাওলানা হাফেজ মুফতী আবদুল্লাহ রিদওয়ান,কিশোরগঞ্জী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন :
হযরত মাওলানামুফতি মনিরুল ইসলাম আবরাব,,ইমাম ও খতিব, চৌড়া, কাজীবাড়ী, জামে মসজিদ,কালীগঞ্জ,গাজীপুর।
হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, খতিব, বাইতুন আমান,জামে মসজিদ, কালীগঞ্জ, গাজীপুর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনী,খতিব,সেকেন্দার বাগ জামে মসজিদ, মধ্যে বাড্ডা, ঢাকা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর আমরা যদি মানুষ গড়ার কারিগরকে সন্মান না করি তাহলে সমাজ থেকে সু- শিক্ষা উঠে যাবে,আমার হালাল ইনকাম করবো,এবং হালাল ইনকাম এর টাকা দিয়ে এই প্রতিষ্ঠানে এসে আমার সার্ধ্য মতো সহয়তা করি,এবং মাদ্রাসায় হাফেজ ছাত্রদের খোঁজ খবর রাখি,আমি যতদিন বেচেঁ থাকবো আমি এই প্রতিষ্ঠানের এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর সাথে মহব্বত থাকবে আমি আমার স্বার্ধ্য মত সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে এইভাবে আমার এই সহযোগিতা করতে পারি, এবং আমার প্রয়াত বাবার মার জন্য দোয়া করবেন উনাদের কে যেন মহান আল্লাহতালা জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমি যেন সবসময়ই আল্লাহর রাস্তায় এই সেবা মুলক কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি,এবং ইসলামের একজন সেবক হয়ে আপনাদের পাশে সব সময় সহয়তা করতে পারি। গভীর রজনীতে মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়ার মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্তি হয়।