1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলা নব- বর্ষকে স্বাগত জানিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির শোভাযাত্রা সেনবাগে যুবদলের নেতা মামুনের উপর আওয়ামীলীগের কর্মী শহীদের হামলা নববর্ষের রঙে রাঙা দিনাজপুর জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা ছিল চোখ জুড়ানো আয়োজন কালীগঞ্জে পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন ছাত্রদল গোবিন্দগঞ্জে ইক্ষু খামার থেকে অপহৃত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশী নাগরিক লালমনিরহাটে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধারঃ “পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা উপলক্ষে সেনবাগ উপজেলা প্রশাসন র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন,, ১৪৩২ বর্ষ বরন উপলক্ষে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের বাংলা ১৪৩২ নববর্ষ উদযাপন

বিএনপি কখনো চায় না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোকঃগয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বুধবার (১২ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিএনপি কখনো চায় না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক।

তিনি বলেন, দেশের মালিক জনগণ। বিএনপি চায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সরকার দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করুক।
তা না হলে দেশের ভেতরে বিরাজমান অস্থিতিশীল পরিবেশ আরো তীব্র হবে। সুতারাং যত দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে দেশের জন্য ততই মঙ্গল। কারণ, বিএনপি চায় না এই সরকার (অন্তর্বর্তী) ব্যর্থ হোক।’

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উত ঘটানো, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং দেশে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা-চারটি মূল দাবিসহ বিভিন্ন জনদাবিতে দলের ৬৭টি সাংগঠনিক জেলায় আজ থেকে ৯ দিনের সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘ছাত্রদের কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন সব কিছুতেই বিএনপির সরব অংশগ্রহণ ছিল।’

স্বৈরাচার হটানোর আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মী মারা গেছেন। অনেকে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। সুতারাং যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তারা বিষয়গুলো ভেবে দেখবেন।’

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন উল্লেখ করে গয়েশ্বর বলেন, কৃষক তার উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। এ জন্য স্বৈারাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা জীবন বাজি রেখে আন্দোলন করিনি। এ অবস্থার অবসান ঘটাতে হবে। সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এই মূহূর্তে খুবই জরুরি।

বিএনপিকে বারবার নির্মূল করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শত চেষ্টা করেও বিএনপি নিঃশেষ করা যায়নি। স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপিকে আন্দোলনের মাধ্যমে মরতে শিখিয়েছে। আমরা মরতে ভয় পাই না।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কারো কাছে মাথা নত করেননি। আমরাও মাথা নত করবো না। দেশনায়ক তারেক রহমান জনগণের কণ্ঠস্বর। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে অনেকেই সহ্য করতে পারছে না। তবে যে যাই বলুক না কেনো ভোট দেয়ার সুযোগ পেলে দেশের জনগণ বিএনপিকেই রাষ্ট্র ক্ষমতায় বসাবে।’

বিএনপিই সবার আগে আগে রাষ্ট্রের সংস্কারের কথা বলেছে- উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘রাষ্ট্রের সংস্কারের জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

এই ৩১ দফার মাধ্যমে আগামীতে রাষ্ট্র সংস্কার হবে, সবকিছু এর মধ্যেই রয়েছে। প্রয়োজনে আরো কিছু সংযোজন. বিয়োজন হতে পারে। সুতারাং সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন বিলম্ব করা যাবে না।’

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি আসাদুল হাবিব দুলু।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ ও লালমনিরহাট জেলা বিএনপির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট