নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার (১৫ ফ্রেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় জেলা কার্যালয়ে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডঃ মোঃ বাইজিদ হোসাইন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ আজহারুল ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা
মাওঃ মোঃ ইব্রাহিম খলিল, সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লালমনিরহাট জেলা শাখা, আলহাজ্ব মোঃ মোকছেদুল ইসলাম, সেক্রেটার, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা, আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা প্রমূখ।
সভাপতিত্ব করেন, মাওলানা সাইফুল্লাহ বিন আব্দুল্লাহ, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লালমনিরহাট জেলা শাখা
বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ মোঃ আজহারুল ইসলাম বলেন, চাঁদাবাজ, জুয়া, মাদক, এ সকল কাজকে যুবকরাই পারে প্রতিহত করতে। যুবকরা জাগ্রত হলে এ সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাই যুবকদের ইসলামের পক্ষে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ মোঃ বাইজিদ হোসাইন বলেন, আমরা যদি যুবকরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব। লালমনিরহাটে যেহেতু সাহাবাদের পদচারণা ছিল তাই ইসলামের জন্য একটি অন্যতম জেলা। আমাদের এ সংগঠনটিতে কেউ পদ পদবীর জন্য মারা-মারি করে না। অর্থের বিনিময় লোভ লালসা নাই। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা কাজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য।
শেষে ২৫-২৬ সেশনের লালমনিরহাট জেলা যুব আন্দোলন কমিটি ঘোষণা করেন, সভাপতি, হাফেজ মোঃ এনামুল হক, সহ-সভাপতি, মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি, মাওলানা মোঃ নেয়ামত উল্লাহ