নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের থানা রোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা প্রশাসক রকিব হায়দার চৌধুরী, পুলিশ সুপার তরিকুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি’—এই কালজয়ী সংগীতের মাধ্যমে শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া, একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত