মোঃ আমানতু বিল্লাহ, বিশেষ প্রতিনিধি।।
২৪ (ফেব্রুয়ারি) সোমবার কুড়িগ্রামে ধর্ষণবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যৌথভাবে এ আন্দোলনে যোগ দেন। তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ও নিরাপদ সমাজের দাবিতে স্লোগান দেন এবং শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন।
এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনের ঘোষণা দেন এবং টানা কয়েক ঘণ্টা তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। শিক্ষার্থীদের দাবি ছিল ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা।
পরে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বাস দেন যে, ধর্ষণের মতো অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে কুড়িগ্রাম শহরে বিশেষ নজরদারি চালানো হবে এবং এ সংক্রান্ত অপরাধ দমনে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।
এসপির আশ্বাসের পর শিক্ষার্থীরা ধীরে ধীরে অনশন প্রত্যাহার করেন। তবে তারা জানান, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তারা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এদিকে, কুড়িগ্রামের সাধারণ মানুষও শিক্ষার্থীদের এ উদ্যোগকে সমর্থন জানিয়েছে এবং যৌন সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি করেছে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত