নিজস্ব প্রতিবেদকঃ
ডেভিল হান্টের অভিযানে লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য কামরুল হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে ঢাকার ধানমন্ডির সোবহানবাগের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার ২৭ শে ফেব্রুয়ারী লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন,,,,,
গ্রেফতারকৃতরা আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য ও গড্ডিমারী ইউপির সাবেক চেয়ারম্যান ও ছিলেন। এছাড়া গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা কামরুল হাসান (৩২) পাটগ্রামের দহগ্রাম আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শ্যামলের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি ও লালমনিরহাটের হাতীবান্ধা থানায় পৃথক দুটি মামলা রয়েছে। এছাড়া, হাতীবান্ধা থানায় তার বিরুদ্ধে একাধিক জিডি ও রয়েছে। আর ছাত্রলীগ নেতা কামরুল হাসানের বিরুদ্ধেও একই অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা ও পাটগ্রাম থানায় তিনটি জিডি রয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ডিবির একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামল ও কামরুল হাসানকে গ্রেফতার করেছে। আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত