নিজস্ব প্রতিবেদকঃ
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যার হুমকি লালমনিরহাটের আদিতমারীতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হাবিব মিয়া (২৬) নামে ভুয়া স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার (২৪ মার্চ) রাতে গৃহবধূ বাদি হয়ে আদিতমারী থানায় ওই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হাবিব মিয়া আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোঃ হাফেজ আলীর ছেলে এবং নিজেকে সাপ্টিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দানকারি। অভিযোগ সুত্রে জানা যায়, গৃহবধূর স্বামী আব্দুল মালেক ও অভিযুক্ত হাবিব মিয়া খুব কাছের বন্ধু। সেই সুযোগকে কাজে লাগিয়ে হাবিব তার বন্ধুর স্ত্রীকে রাস্তা ঘাটে প্রায় উত্যক্ত করে আসছিল। পরবর্তীতে হাবিব মিয়া গৃহবধূর মোবাইল ফোনে বিভিন্ন অশ্লিল ভাষায় ম্যাসেজ এবং শারীরিক সম্পর্ক করার ইঙ্গিত দিয়ে আসছিল।
তার সেই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে উঠিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করার হুমকি প্রদান করে। এভাবে তার অশ্লিল ভাষায় ম্যাসেজ ও অনৈতিক প্রস্তাব অব্যাহত থাকে। বিষয়টি গৃহবধূর স্বামী জানতে পারলে স্বামী আব্দুল মালেক সাথে সাথে হাবিব মিয়াকে ফোন দিয়ে জানতে চায় কেন সে তার স্ত্রীর সাথে এমন অশ্লীল ভাষায় ম্যাসেজ করেছে। তখন হাবিব মিয়া মালেককে বলেন যা করেছি ঠিক করেছি। আমি স্বেচ্ছাসেবক দলের নেতা। এ ব্যাপারে বারাবারি করলে বা কাউকে কিছু জানালে তোর বউকে উঠিয়ে নিয়ে এসে ধর্ষণ করে দুজনকেই হত্যা করে ফেলবো। পরে গৃহবধূ তার পরিবারের নিরাপত্তার জন্য বাদি হয়ে হাবিব মিয়ার বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পুর্ন সাজানো। তাকে হেয় করার জন্যই তার বিরুদ্ধে এ রকম মিথ্যা সংবাদ রটানো হচ্ছে। তবে সাপ্টিবাড়ি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের দির্ঘদিন থেকে কোন কমিটি নাই তাহলে সে কিভাবে তার ফেসবুক ওয়ালে সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে এ ব্যাপারে সে কোন সদুত্তর দিতে পারেন নাই।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার জানান, সাপ্টিবাড়ি ইউনিয়নে দির্ঘদিন থেকে স্বেচ্ছাসেবক দলের কোন কমিটি নাই। তাই ওই ইউনিয়নে হাবিব মিয়া নামে কোন সাংগঠনিক সম্পাদক থাকার প্রশ্নই আসে না। এরপরেও যদি স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে কেউ দলের দুর্নাম করে তাহলে তার বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দল আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী জানান, এ ঘটনায় ওই গৃহবধূ একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।