দিনাজপুর প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ হিসেবে পরিচিত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নামাজের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য শুক্রবার বিকেল ৫:৩০টায় ময়দান পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা চার স্তরের নিরাপত্তা বেষ্টনী
পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন
ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকে নজরদারি
মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে চেকিং
সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং
পুলিশ সুপারের আশ্বাসঃ আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। মুসুল্লিরা নির্ভয়ে ও নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন।”