দিনাজপুর প্রতিনিধিঃ রবিবার ৩০শে মার্চ ২০২৫ পুলিশ লাইনস হলরুম, দিনাজপুরে বিফ্রিং করেন। আগামী ৩১ মার্চ ২০২৫, সকাল ৯:০০টায় দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। লাখো মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত ধরে রেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দিনাজপুর জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে ব্রিফিং প্যারেড**
আজ৩০ মার্চ ২০২৫, দুপুর ২:০০টায়** দিনাজপুরপুলিশ লাইনস হলরুমেজেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মধ্যে বিশেষ ব্রিফিং প্যারেডঅনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনদিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
জনাব আব্দুল্লাহ-আল-মাসুম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)জনাব সিফাত-ই-রাব্বানঅতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ মোসফেকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও এস্টেট) জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা:
সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং পুলিশের বিশেষ টহল ও চেকপোস্ট স্থাপনড্রোনের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণনামাজের আগে ও পরে মুসল্লিদের চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থাবোম্ব ডিসপোজাল ইউনিট ও বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন
মুসল্লিদের প্রতি নির্দেশনা ও অনুরোধ:
নামাজের জন্য আসার সময় পরিচয়পত্র সঙ্গে রাখা সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে দ্রুত পুলিশকে জানানোপ্রবেশ ও বাহিরের জন্য নির্ধারিত গেট ব্যবহারব্যাগ, ধাতব বস্তু ও দাহ্য পদার্থ আনতে নিষেধ
জেলা পুলিশের অঙ্গীকার:
দিনাজপুর জেলা পুলিশ নিরাপদ ও সুশৃঙ্খল ঈদ জামাত নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সকল মুসল্লিদের সহযোগিতায় এবারের ঈদ জামাত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবেবলে আশাবাদী প্রশাসন।