গাজীপুর প্রতিনিধি।।
গাঞ্জীপুর বাসীসহ সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন ।
মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে আরো উজ্জীবিত করবে এটাই আমার একন্ত বিশ্বাস । মাসব্যাপী রমজানের সিয়াম সধনার পরে নিজেকে আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।
এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহঅবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের আয়োজন হোক সকলের জন্য আনন্দ।
সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুয়াশা ও মনের কালো মেঘ। সকলকে জানাই বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আাগাম শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকলের জন্য পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক এক নতুন বার্তা আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করে কোলাকুলির মাধ্যমে অতীত এর সকল ভেদাভেদ ভুলে গিয়ে, আমাদের জীবন টা কে নতুন করে সকলকে একসাথে নিয়ে নতুন ভাবে সাজাতে পারি মহান আল্লাহ আমাদের কে যেন এই তৌফিক দান করুন আমিন।