ভ্রাম্যমান প্রতিনিধি।।
“তাকবিরের সুরে মুখরিত হবে আকাশ-বাতাস, আনন্দে ভরে উঠবে প্রতিটি প্রাণ—আসছে পবিত্র ঈদুল ফিতর!” দীর্ঘ এক মাস সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুর মোহাম্মদ এক শুভেচ্ছা বার্তায় বলেন—”পবিত্র ঈদুল ফিতর আমাদের ধৈর্য, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন, আমরা ঈদের এই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাই, অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াই এবং আমাদের সমাজকে ভালোবাসা ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণে পরিণত করি। বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন সবসময় মানবতার সেবায় নিয়োজিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।” ঈদ—শান্তি, সৌহার্দ্য ও মানবতার প্রতীক। ঈদ মানে শুধু নতুন পোশাক আর খাবারের উৎসব নয়, বরং ঈদ হলো মানবতার বন্ধনকে দৃঢ় করার দিন। ঈদের শিক্ষা আমাদের শিখিয়ে দেয় ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করাতে। এই দিনে আমরা ভুলে যাই হিংসা-বিদ্বেষ, পরস্পরকে আলিঙ্গন করে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই। ঈদ মানে আনন্দ ভাগাভাগি করা। বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন বিশ্বাস করে, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো যায়। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদের ঈদের আনন্দে শামিল করতে। ঈদ হোক ধনী-গরিব সবার জন্য, ঈদ হোক মানবতার! সকলের প্রতি আহ্বান
এই পবিত্র দিনে আমরা শপথ নিই যে, আমরা একে অপরের পাশে থাকব, সমাজ থেকে দারিদ্র্য ও বৈষম্য দূর করতে কাজ করব এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকব। ঈদ আমাদের শেখায় কেবল নিজের জন্য নয়, বরং আশেপাশের মানুষের জন্যও ভালো কিছু করতে।
আমরা বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি— তিনি যেন আমাদের রোজা, দোয়া ও ইবাদত কবুল করেন।
ঈদ মোবারক!
“ঈদ হোক ভালোবাসার, ঈদ হোক মানবতার!”