মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি।।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর ভাঙ্গিবাড়ী গ্রাম নিবাসী জামালপুর নুরিয়া মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম
জামালপুর ইউনিয়ন পরিষদ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ওস্তাজুল হুফফাজ আলহাজ্ব হাফেজ আজিজুল হক সাহেব আজ সকাল ৭:২৫ মিনিটে ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করিয়াছেন।
এর আগে গত ২০ মার্চ তিনি এক্সিডেন্ট করে জামালপুর নুবহা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ট্রমা সেন্টারে আইসিওতে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ড গঠন করে ২৩ মার্চ ওনার অপারেশন করলেও অবস্থার তেমন উন্নতি হয়নি।
আজ বুধবার বিকাল ৫:৩০ মিনিটে বালুয়াভিটা মাদ্রাসা মাঠে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ হুজুরের জানাজায় অংশগ্রহণের জন্য হাজির হন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
হাফেজ আজিজুল হক সাহেব শিক্ষা জীবনে ঢাকার কামরাঙ্গীরচর মাদ্রাসায় লেখাপড়া করে সেখানেই শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে অসংখ্য প্রতিষ্ঠানে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি কালীগঞ্জের জামালপুর বাজারে নুরিয়া মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। তার শিক্ষা জীবনে তিনি অনেক সুনাম অর্জন করেছেন। হুজুরের অনেক ছাত্র হাফেজ আলেম হিসেবে দেশ বিদেশে প্রতিষ্ঠিত। উক্ত আলেমের ইন্তেকালে মরহুমের প্রতি গভীর সমবেদনা জানান,কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মো নোমান সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি সহ ওলামা কেরামেরা গভীর শোক সম্ভান্ত্র পরিবার কে সমবেদনা জানান। মরহুমের বিদ্রেহী আত্মার মাখফেরাত কামনা করেন।