কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমান স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে আটক করা যায়নি ঘরের মালিক আলোচিত হারুন প্রকাশ হারুন ডাকাতকে।
৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন আলিখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গোলা, ৫ টি দেশীয় অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা, ২টি ব্যাংক চেক বই, ১০টি সিমকার্ড এবং ১৯ টি মিয়ানমার রোহিঙ্গাদের পরিচয় পত্র জব্দ করা হয়। এসময় কুখ্যাত হারুন ডাকাত যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামত, আগ্নেয়াস্ত্র এবং গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।