নিউজ ডেস্কঃ
সাবেক এমপি এবং বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে। রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মোরশেদ আলম ২০১৫ সালে নোয়াখালী-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং টানা ২০১৮ এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনেও নির্বাচিত হন।