হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক ব্যবসায়ি কাজল মিয়া ও তার সহযোগীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৩ টায় উত্তর গোবিন্দপুর এলাকাবাসী ও যুবসমাজের আয়োজনে বাকচান্দা কালিবাজার সড়কের পাশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি শেষে মাদক কারবারি কাজল মিয়ার শাস্তির দাবিতে তার বাড়ির পাশে গিয়ে জড়ো হয় ৩ শতাধিক নারী- পুরুষ। বিক্ষুব্ধ জনতা মাদক কারবারি কাজল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে হুশিয়ারি প্রদান করেন। অন্যথায় পরবর্তীতে কোন কিছু হলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে । মিছিল শেষে বক্তব্য রাখেন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. চাঁন মিয়া, শিক্ষক নাসির উদ্দিন, মো. হারেছ চৌধুরী, মাওলানা আতা উল্লাহ, জসিম উদ্দিন, স্বপন মিয়া, শাহ পরান, পিয়াস মিয়া, আতিক হাসান প্রমুখ। বক্তারা জানান, উত্তর গোবিন্দপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে কাজল মিয়া (৪০) একজন চিহ্নিত মাদক কারবারি। সে প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা ব্যবসা করে আসছে। কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েও জেল থেকে ছাড়া পেয়ে এখন সে আরও বেপরোয়া হয়ে যায়। কেহ মাদক বিক্রিতে বাঁধা দিলে মারধর, হামলার শিকার হতে হয়। এমনকি মেরে ফেলার হুমকি দেয়। ইদানিং মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় পিয়াস, স্বপন ও শাহ পরান নামের এ তিনজনকে মারধর করেছেন বলে মানববন্ধনে থেকে অভিযোগ করা হয়। যে জন্য এলাকাবাসী ফুঁসকে উঠেছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়ে তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত