দিনাজপুর প্রতিনিধিঃ
নববর্ষের রঙে রাঙা দিনাজপুর জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা ছিল চোখ জুড়ানো আয়োজন
“এসো হে বৈশাখ, এসো এসো*— এই ঐতিহ্যবাহী আহ্বানে প্রাণের স্পন্দন ফিরে পেল দিনাজপুর শহর। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে দিনাজপুর জেলা বিএনপি আয়োজন করে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা যা রঙে, ঢাকে ও ঐতিহ্যে ভরপুর ছিল।
শোভাযাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক*হাসনাহেনা হীর, যিনি নিজের উজ্জ্বল উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতায় শোভাযাত্রাকে রূপ দেন এক দৃষ্টিনন্দন উৎসবে।
রঙ-বেরঙের পোশাক, ঢাক-ঢোলের তালে তালে ছন্দবদ্ধ পদযাত্রা, মুখোশ, পাঁপড়ি ও ব্যানারে ছিল বাঙালিয়ানার পরিপূর্ণ প্রতিচ্ছবি।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল স্তরের নেতাকর্মীরা। তারা বলেন— "সংস্কৃতি ও রাজনৈতিক মূল্যবোধ একে অপরের পরিপূরক। দিনাজপুর জেলা বিএনপি সব সময় মানুষের পাশে এবং বাংলার সংস্কৃতির পৃষ্ঠপোষক।"
সাংগঠনিক সম্পাদকহাসনাহেনা হীরাবলেন, *“নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা চেয়েছি এ আয়োজনের মাধ্যমে জনগণের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে। সংস্কৃতিই আমাদের পরিচয়।”
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই আনন্দযাত্রা।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত