মোঃ আমানতুবিল্লাহঃ লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে ২০২৫ সালের বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজিত ঘোড়া খেলায় রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আসাদুল হাবিব দুলু সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি, লালমনিরহাট জেলা বিএনপি নেতৃত্বে ও তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বিগত কয়েক বছর ধরে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কলেজ প্রাঙ্গণে নানা সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে আসছেন। তবে এবারের বৈশাখীর ঘোড়া খেলা ছিল সবকিছুর চেয়ে ব্যতিক্রম এবং দর্শকসংখ্যার দিক থেকে রেকর্ড গড়েছে।ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন গত কয়েক বছরের ঘোড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তাসলিমার ছোট বোন হালিমা।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ঐতিহ্যবাহী ঘোড়া খেলা বিশেষ আকর্ষণ ছিল। এতে করে নতুন প্রজন্মের মাঝে লোকজ ঐতিহ্য সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে বলে জানান অনেকেই।
এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত