1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় জামায়াতের সম্মেলনে প্রথম সারিতে দেখা গেল আ.লীগ নেতাকে ভেলাবাড়ী ইউনিয়নের ব্যাঙের চওড়া গ্রামের মিন্টু মিয়া ও তার পিতা সরব আলীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে কক্সবাজার – মহেশখালী নৌ রুটে প্রথমবার চালু উওর মানিকপুর তনু মিয়ার ছেলে রহিম মিয়া প্রতারণা করে ফারুকের পরিবার থেকে টাকা হাতিয়ে নেয় কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল লাইফ স্কয়ার হাসপাতালের মালিক প্রতারক গোলাম রাব্বানী জুয়েল ৭৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় সাধারণ জনগণ থেকে  হিলি দিয়ে ২.৬৭ লাখ মেট্রিক টন চাল আমদানি শেষে বন্ধ হচ্ছে দ্বিতীয় দফা চাল আমদানি সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে আগুন সেনবাগ ৯নং নবীপুর ইউনিয়নে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতা শেখ আহমেদ লালমনিরহাটে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

লালমনিরহাটে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে সহায়ক কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দূর্নীতি ও নিয়োগ বানিজ্যের অভিযোগ এনে সেই অবৈধ নিয়োগ বাতিল ও শাস্তির দাবীতে-বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মিশন মোড় হামারবাড়ি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ, সমাবেশ ও প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদে ১৪ জন, জারিকারক পদে ৪ জন ও অফিস সহায়ক পদে ৬ জনসহ ২৪ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেন আদালত। কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক ও জারিকারক পদে লিখিত পরীক্ষা হয় ২৮ ফেব্রুয়ারি। অপারেটর পদে ৪ মার্চ ও বাকি দুই পদে ৫ মার্চ মৌখিক পরীক্ষা হয়। ৫ মার্চ ফল প্রকাশ করে ওইদিনই নিয়োগপত্র ইস্যু করে কর্তৃপক্ষ। এসব নিয়োগে আত্মীয়করণ, লাগামহীন দুর্নীতি ও অর্থ বিনিময়ের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করে সচেতন নাগরিক সমাজ। এ নিয়ে গত ১৩ এপ্রিল শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়।

সমাবেশে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপন বলেন, ২৪টি পদের সবকটিই দুর্নীতি ও আত্মীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত শর্তাবলি অনুযায়ী শারীরিক যোগ্যতা ও পুলিশ ভেরিফিকেশন সনদপত্রসহ যোগদান করতে বলা হয়েছে। জেলার বাইরে নিয়োগপ্রাপ্তরা এত অল্প সময়ে কীভাবে এসব তথ্য সংগ্রহ করলেন- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি ছিল পূর্বনির্ধারিত।

তিনি আরও বলেন, এর আগে কর্মসূচি ও মাইকিং করা হলে ৮ মার্চ নিয়োগ স্থগিতসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা ও দায়রা জজ আদালত। নিয়োগ স্থগিত করায় দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়ার বিষয়টি প্রমাণ হয়েছে। স্থগিত আদেশকে তোয়াক্কা না করে ফের আদেশ বহাল করা হয়, যা দুঃখজনক।

সচেতন নাগরিক সমাজের অন্যতম সদস্য আফজাল হোসেন বলেন, এই নিয়োগ বাতিল করে ফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেন। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শনাক্ত করে তাদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জেলা জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা আবু ফাত্তাহ বলেন, এ বিষয়ে তাঁর বলার কিছু নেই। কোর্ট কর্তৃপক্ষও কিছু বলবে না। পরে হামারবাড়ি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডিসি অফিস এবং জজকোর্ট হয়ে আবার একই স্থানে এসে মিলিত হয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট