মোঃআমানতুবিল্লাহঃ কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই ব্যতিক্রমধর্মী মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি কুড়িগ্রাম পৌর শহরের মারকাজ মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সরকারের প্রতি তাদের দাবি আদায়ের আহ্বান জানান।
আন্দোলনকারীরা জানান, ২০২১ সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের পদ বাতিলসহ হাইকোর্ট কর্তৃক দেওয়া পদোন্নতির রায় বাতিল করতে হবে। একই সঙ্গে ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুতির দাবি জানান তারা।
এছাড়াও তারা বলেন, বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে, যেকোনো বয়সে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে, এবং উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে। পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনার দাবিও জানান তারা।
আরও দাবি করা হয়, উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে শুধুমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ও সার্ভেয়িং পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ বন্ধ করে এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। একইসাথে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, ডুয়েটের আওতায় শতভাগ সিটে ভর্তির সুযোগ, এবং নতুন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. কামরুজ্জামান আলভী, আরিফ হাসান ও সিফাত হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদের যৌক্তিক দাবি দ্রুত না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত