1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
৯নং নবীপুর ইউনিয়নের বেলায়েত হোসেন সোহেল চেয়ারম্যানের পদ প্রত্যাহার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন সেনবাগে বসতবাড়ির বিরোধে পুত্রবধূকে মারধর, থানায় অভিযোগ টেকনাফ চেকপোস্টে স্থানীয় জিয়াবুল হকের নেতৃত্বে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩ সিলেটের নিখোঁজ ৬ শ্রমিক টেকনাফ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার বালুখালীতে ইজিবাইক চালককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ মসজিদে কুরআন তেলাওয়াত অবস্থায় যুবকের মৃত্যুঃ খাল ও সরকারি খাসের জমি দখলের রমরমা মহোৎসব বন্যার ঝুঁকিতে নোয়াখালীর অঞ্চল সেনবাগ উপজেলার জনজীবন “মাটি খেকো দের কবলে সেনবাগের ছাতার পাইয়া ইউনিয়নের জনগন জিম্মি ও রাস্তা ঘাটের বেহাল দশা,, সাংবাদিক শাহিনুর ইসলাম শাহিনকে গ্রেফতার করার প্রতিবাদে তার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের নিখোঁজ ৬ শ্রমিক টেকনাফ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারে কাজের সন্ধানে এসে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের নিখোঁজ ৬ শ্রমিককে টেকনাফের রাজারছড়া নামের একটি পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫)।

ওসি জানান, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং করে ছয়জনের মধ্যে দুজনের অবস্থান কক্সবাজারের টেকনাফের রাজারছড়া পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় । এই সূত্র ধরে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের দল রাজারছড়া পাহাড়ে অভিযার চালায়। এসময় পাহাড়ের গহীন এলাকা থেকে অপহৃত ছয়জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়৷ তবে কোনো অপহরণকারীকে পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৫ তরুণসহ ৬ জন কাজের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিখোঁজদের কয়েকজন স্বজন মঙ্গলবার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং অপহৃতদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। অবস্থান অবগত হওয়ার সাথে সাথে পুলিশের একটি দল রাতেই অভিযানে যায় এবং রাজাছড়া পাহাড়ের ভিতর থেকে অক্ষত অবস্থায় অপহৃত ৬জনকে উদ্ধার করা হয়।
ওসি বলেন, উদ্ধারে তাদেরকে থানায় আনা হয়েছে। কিভাবে, কারা তাদেরকে অপহরণ করে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জবাবন্দির পর বিস্তারিত জানানো যাবে।

এ বিষয়ে নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই ও নিখোঁজ খালেদ হাসানের চাচা আব্দুল বাছিত দুলাল জানান, এমাদ উদ্দিন ও খালেদ আহমদসহ তাদের সঙ্গীয় সবাই ১৫ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছান। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে এমাদ উদ্দিন মোবাইল ফোনে কল দিয়ে বাড়িতে জানিয়েছে, তারা সবাই কর্মস্থলে পৌঁছেছেন। এরপর আর বাড়িতে যোগাযোগ করেননি। তখন বাড়ি থেকে কল করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট