নিজস্ব প্রতিবেদকঃ
২৪শে এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৫ ঘটিকায় ইসলামী যুব আন্দোলন আয়োজিত ইউনিয়ন সম্মেলন মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার বাদ আছর শুরু হওয়া এই সম্মেলনে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্মেলনের আয়োজক ছিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহেন্দ্রনগর ইউনিয়ন শাখা, যারা নিয়মিতভাবে সমাজে ইসলামী চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, তিনি তার বক্তব্যে ইসলামী সমাজব্যবস্থা ও ন্যায়ের গুরুত্ব তুলে ধরেন এবং যুব সমাজকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আলতাফ মাহমুদ সুজন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জোনাইদ মাহমুদ, এবং মোঃ নাছির উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, ছদর মহেন্দ্রনগর ইউনিয়ন মুজাহিদ কমিটি মোঃ রমজান আলী প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সামাজিক অবক্ষয় রোধ ও ইসলামী আদর্শের প্রচার-প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প কিছু নেই।
সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ নয়ন ইসলাম, সভাপতি, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ, মহেন্দ্রনগর ইউনিয়ন শাখা। তাঁর নেতৃত্বে পুরো সম্মেলনটি সুসজ্জিত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
সম্মেলনের সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ ফয়জার রহমান, যিনি কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী আন্দোলনের গুরুত্ব সম্পর্কে উপস্থিত সবাইকে দিকনির্দেশনা দেন।
এই সম্মেলনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত