1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইসলামী যুব আন্দোলন আয়োজিত ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিতঃ পাটগ্রামে টানা চতুর্থ দিন চলছে রেলপথ অবরোধ, সড়কপথ অবরোধের আল্টিমেটাম কুমিল্লার লাকসামে সরকারি চাল আত্মসাতের ঘটনায় বিএনপি নেতার ৬ মাসের জেল কালীগঞ্জে ২ মাস ধরে নেই এসিল্যান্ড, সেবাপ্রত্যাশীদের ভোগান্তিঃ গাজীপুরের কালীগঞ্জে সংবাদ সম্মেলন জিয়া পরিষদ পাটগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক লিফলেট বিতরণ কালীগঞ্জে ৩ মাদক সেবীকে কারাদণ্ড ৯নং নবীপুর ইউনিয়নের বেলায়েত হোসেন সোহেল চেয়ারম্যানের পদ প্রত্যাহার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন সেনবাগে বসতবাড়ির বিরোধে পুত্রবধূকে মারধর, থানায় অভিযোগ টেকনাফ চেকপোস্টে স্থানীয় জিয়াবুল হকের নেতৃত্বে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩

কালীগঞ্জে ২ মাস ধরে নেই এসিল্যান্ড, সেবাপ্রত্যাশীদের ভোগান্তিঃ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই মাসেরও বেশি সময় ধরে এসিল্যান্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। দীর্ঘদিন ধরে এই পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও থমকে গেছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এসিল্যান্ড দিতী রায় বদলি হয়ে যান। এরপর থেকে পদটি শূন্য হয়। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। তবে একাধিক দায়িত্ব সামলাতে গিয়ে নিয়মিত ভূমি অফিস করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে উপজেলার ৮টি ইউনিয়ন জনগণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগী গোলাম মোস্তফা ভূমি সেবা না পেয়ে সাংবাদিকদের বলেন, প্রায় দুই মাস আগে নামজারি জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনো নামজারী কাজের কোনো অগ্রগতি হয়নি। অফিসের কেউ নিশ্চিত করে বলতেও পারছে না, কবে নাগাদ এটি সম্পন্ন হবে। দলিল লেখকরাও ভূমি অফিসের সেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন।

এক দলিল লেখক বলেন, প্রতিদিন কালীগঞ্জ এলাকায় প্রচুর জমি কেনাবেচা হয়। কিন্তু নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এসিল্যান্ড না থাকায় এসব কাজ এখন আটকে আছে।

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, উপজেলার অধীনে ৭টি সহকারী ভূমি অফিস রয়েছে, যা সহকারী কমিশনার (ভূমি) দ্বারা পরিচালিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় এসব অফিসেও ভূমি সংক্রান্ত সেবা ব্যাহত হচ্ছে।

ভোটমারী ইউনিয়ন ভূমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, প্রায় দুই মাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও জমি খারিজের কাজ ধীরগতিতে চলছে। এতে সেবাগ্রহীতারা ঠিকমতো সেবা পাচ্ছেন না। তাদের বোঝানোও এখন কঠিন হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা বলেন, কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অধীনে ৭টি সহকারী ভূমি অফিস রয়েছে। এসব অফিসের কাজ উপজেলা সহকারী কমিশনারের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এসিল্যন্ড না থাকায় এসব অফিস থেকে সেবাপ্রার্থীদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদে অফিসার পদায়ন করতে জেলা প্রশাসককে অফিসিয়ালি জানানো হয়েছে। বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিগগিরই উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পদায়ন করবেন বলে তিনি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট