এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
হজ্ব পালন সংক্রান্ত যাবতীয় নিয়ম অবগত করতে হাজীদের নিয়ে একটি প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে পাটগ্রাম উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদুল্লাহ প্রধানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিউদ্দিন রাজুসহ আরও অনেকে।
প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে দীর্ঘসময় আলোচনা করেন অনুষ্ঠান প্রস্তুতির প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল কাদের। তিনি হজ্ব পালনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন হজ্বযাত্রীর জন্য পালনের সকল নিয়ম-কানুন উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে নিরাপদে হজ্ব পালনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন হজ্বযাত্রীরা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়ালিউর রহমান সোহেল, ব্যবস্থাপনায় হাসান আরিফ প্রধান ড্যানিশ ও আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাসেল।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত