1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতিঃ পাটগ্রামে বুড়িমারী থেকে ঢাকা রুটে ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন “মাহমুদুর রহমান হারালে হারাবে বাংলাদেশ, ভূলুণ্ঠিত হবে স্বাধীনতা”গাজীপুরে প্রতিবাদ সমাবেশ বুড়িমারী এক্সপ্রেসের দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় পুরস্কৃত করেন সেনবাগের ওসি এস এম মিজানুর রহমান পাটগ্রামে হাজী প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠিত নারায়ণপুর এলাকার হাওর সংলগ্ন রাস্তায় ৩৬০ ফুট জায়গায় ইটের সনিং কাজ শুরু হয়েছে কালীগঞ্জে ড্রাম ট্রাক চাপায় ১অটো চালকের মৃত্যু সেনবাগে বিএনপির অন্যতম নেতা কাজী মফিজুর রহমানের মায়ের মৃত্যু ও সেনবাগ উপজেলা সাংবাদিকদের পক্ষ থেকে শোক প্রকাশঃ ইসলামী যুব আন্দোলন আয়োজিত ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিতঃ

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতিঃ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

কালবৈশাখী ঝড়ে লালমনিরহাট জেলার পাঁচ উপজেলায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।গতকাল শনিবার রাত ১০টার দিকে শুরু হওয়া এই ঝড় প্রায় এক ঘণ্টা লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তাণ্ডব চালায়।

স্থানীয়রা জানান, এ সময় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া ঝড়ের পর জেলার কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলেও জানান তারা।

কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের সুমন মিয়া বলেন, “বাড়ির পাশে গাছ পড়ে একটি টিনের ঘর ভেঙে গেছে। এছাড়া তামাকসহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।”
একই ইউনিয়নের সাইদুল ইসলাম বলেন, “কাকিনা চরের বাজারের কাছে একটি বড় বটগাছ উপড়ে পড়ে তিনটি টিনের ঘর ও বাজারের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ঝড়ে অনেক এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ সরিয়ে যান চলাচল সচল করেন।
হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, “কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

সদর উপজেলার হারাটি এলাকার বাসিন্দা সেলিম বলেন, “ঝড়ের তীব্রতায় আমার দুইটি ঘরের টিনের চাল উড়ে গেছে। আশপাশের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হবে।”
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট