নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় শিক্ষা সমাপনী বর্ষ অনুষ্ঠান ২০২৪ পালন।
অনুষ্ঠানটি মাওলানা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সায়েদুল ইসলাম শামীম সভাপতি উত্ত মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর আলম উপাধ্যক্ষ উত্ত মাদ্রাসা। সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হালিম অধ্যক্ষ লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা
অনুষ্ঠানে নার্সারি থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
মাদ্রাসাটি২০১৮ সালে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ মাহাবুবুল ইসলাম মন্ডল ও মোহাম্মদ সায়েদুল ইসলাম শামীম প্রতিষ্ঠা লগ্ন থেকেই অদ্যবদী ২০২৪ ইং শিক্ষা বর্ষ পর্যন্ত সুনামের সহিত জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি ও হেফজ শিক্ষার আলোড়ন সৃষ্টি করে চলেছে, লালমনিরহাট জেলাসহ রংপুর বিভাগে।
ইসলামিক ফাউন্ডেশনসহ অন্যান্য ফাউন্ডেশন এর প্রতিযোগিতায় লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার।
লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা এখন প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল হালিম বলেন আমাদের সোনামনিদেরকে যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাই অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। যেনতেন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের কচি মনের সন্তানদেরকে দিয়ে তাদের মেধাকে নষ্ট করে না ফেলি।