1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভেলাবাড়ী ইউনিয়নের ব্যাঙের চওড়া গ্রামের মিন্টু মিয়া ও তার পিতা সরব আলীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে কক্সবাজার – মহেশখালী নৌ রুটে প্রথমবার চালু উওর মানিকপুর তনু মিয়ার ছেলে রহিম মিয়া প্রতারণা করে ফারুকের পরিবার থেকে টাকা হাতিয়ে নেয় কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল লাইফ স্কয়ার হাসপাতালের মালিক প্রতারক গোলাম রাব্বানী জুয়েল ৭৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় সাধারণ জনগণ থেকে  হিলি দিয়ে ২.৬৭ লাখ মেট্রিক টন চাল আমদানি শেষে বন্ধ হচ্ছে দ্বিতীয় দফা চাল আমদানি সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে আগুন সেনবাগ ৯নং নবীপুর ইউনিয়নে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতা শেখ আহমেদ লালমনিরহাটে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে বৈশাখীর ঘোড়া খেলায় রেকর্ড দর্শক সমাগম!

নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি বাক প্রতিবন্ধী শিব্বির হোসেন এর

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর, টঙ্গী।।
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর টঙ্গী।।

ঢাকা মিরপুর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি বাক প্রতিবন্ধী শিব্বির হোসেনের (২৮),গতকাল বুধবার সকালে তাঁর সন্ধান পেতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে গাজীপুর সিটি করপোরেশন ৪২ নং ওয়ার্ড মীরেরবাজার সাহিদা খাতুন ডিজি ল্যাব হাসপাতালের পাশে এক সংবাদ সম্মেলন করেন নিখোঁজের পরিবার। বাক প্রতিবন্ধী শিব্বির হোসেন গত ১৮ জানুয়ারি দুপুরে কালো প্যান্ট ও শীতের জ্যাকেট একটি গামছা পরিহিত অবস্থায় শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা হতে হারিয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির করে সন্ধান না পেয়ে তাঁর ছোট ভাই বশির আহম্মেদ গত ১৯ জানুয়ারী মিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করে,যার নং ১৮১৬।
সংবাদ সম্মেলনে নিখোঁজের বাবা চায়ের দোকানি আবুল খায়ের জানান, গত ১৮ জানুয়ারি সকালে শ্রমিক মো. জাহিদুল ইসলাম তাঁর ছেলে শিব্বির হোসেনকে কাজ করার জন্য মীরেরবাজার রেলক্রসিং সংলগ্ন লাব্বি পেপার হাউজে নিয়ে যায়। সেখানে লোড আনলোডের কাজ শেষে তাকে আদাবর এলাকায় একই মালিকের কাজের জন্য নিয়ে যাওয়া হয়। পরে নেয়া হয় মিরপুর শেওড়াপাড়া এলাকায়। ওইদিন রাত সাড়ে নয়টা পর্যন্ত ছেলে বাড়ি না ফেরায় জাহিদুল ইসলামের মীরের বাজার ভাড়াটিয়া বাড়িতে গিয়ে ছেলের সন্ধান করে। সে জানায় শেওড়াপাড়া কাজ শেষে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। তখন তাকে নিয়ে আমরা ওই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাইনি। চায়ের দোকানদার আবুল খায়ের তিন ছেলে দুই মেয়ের মধ্যে বাক প্রতিবন্ধী শিব্বির হোসেন তৃতীয়। সে স্ত্রী ও সন্তানদের নিয়ে মীরেরবাজার মৌসুমির বাড়িতে ভাড়া থাকেন।
শ্রমিক মো.জাহিদুল ইসলাম বলেন, শেওড়াপাড়া এলাকায় ওয়েস্টিস পেপার গাড়িতে তুলে সে ফ্যাক্টরি থেকে বাইরে বের হয়ে যায়। পরে তাকে বিভিন্নস্থানে খুঁজেও পাইনি। আরেক শ্রমিক মোশারফ হোসেন বলেন, সে আমার সাথে কাজ করেছে। কাজের শেষে ফ্যাক্টরি থেকে বের হয়ে মেইন রাস্তা পার হয়ে যায়। তাঁর কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।
লাব্বি পেপার হাউজের মালিক এমদাদুল হক ইমরান বলেন, সে আমার শ্রমিক জাহিদুলের সাথে কাজে এসেছে। সে যে বাক প্রতিবন্ধী সেটা আমি জানি না। সে শেওড়াপাড়া থেকে হারিয়ে গেছে। সেই খবর পেয়ে শিব্বিরের ছোট ভাইকে নিয়ে সেখানে যাই। পরে মিরপুর থানায় একটি জিডি করি।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক ইমরান হাসান বলেন, শিব্বির হোসেনের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। আমরা আশেপাশের থানায় তার ছবিসহ মেসেজ পাঠিয়েছি। সিসি ক্যামেরার ফুটেস সংগ্রহ করা হয়েছে।কান্নায় ভেঙ্গে পড়েন সিব্বির এর মা,তিনি কান্নারত অবস্থায় সাংবাদিকদের বলেন আমি আমার বড় ছেলে বাগ প্রতিবন্ধী ছেলে সিব্বির কে হাড়িয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, আমার মনে হয় এই বুজি আমার সিব্বির এসেছে, আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমর সিব্বির কে এনে দিন,আমার সাত রাজার ধন,সিব্বির ছড়া,আমার ঘর অন্ধকার হয়ে আছে, আমার ঘরটা আলোকিত করে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট