এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
পাটগ্রাম উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নে দলীয় প্রভাব দেখিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। উপজেলার সাহেবডাঙা এলাকার বাসায় বৃহস্পতিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ওমর ফরুক।
তিনি বলেন, পৈতৃক সূত্রে জমির মালিক হিসেবে ২৫ শতাংশ জমি আমাদের দখলে ও দীর্ঘদিন হতে চাষাবাদ করে আসছি। ওই জমি শ্রীরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন রুবেল গত ৫ আগস্টের পর থেকে দখলে নিতে চেষ্টা করে আসছে। অন্যের কাছে কেনা জমি দাবি করে দীর্ঘদিন থেকে রুবেল বিরোধ করে আসছেন। এ ঘটনায় ফারুক বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন রয়েছে।
গত ২৯ জানুয়ারি সকালে শতাধিক সশস্ত্র লোকজন নিয়ে জমিতে লাগানো ইরি ধান ক্ষেত নষ্ট করে রুবেল। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা এলাকার নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, বিএনপি নেতা শওকত হায়াত প্রধান বাবু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরনকে জানানো হয়। বিএনপির নেতারা অন্যায়ভাবে জমি দখলে না নিতে রুবেলকে নিষেধ করে। নিষেধ অমান্য করে ওই জমির ক্ষেত নষ্ট করে দখল করে রুবেল। এসব ঘটনায় ওমর ফরুক বাদী হয়ে পাটগ্রাম থানায় ২৯ জানুয়ারি একটি মামলা দেওয়া হয়। অন্যায়ভাবে জমি দখলের ঘটনায় এ সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন ওমর ফারুক।
এ ব্যাপারে জয়নুল আবেদীন রুবেল বলেন, ‘জমি দখল করি নাই। জমি আমার বাবার। আমার দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। বিষয়টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদেরকে অবগত করেছি।’