1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপারের বিদ্যালয় পরিদর্শন : শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি ও ট্রাফিক সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা এসএসসি-০৮ এবং এইচএসসি ১০ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় জামায়াতের সম্মেলনে প্রথম সারিতে দেখা গেল আ.লীগ নেতাকে ভেলাবাড়ী ইউনিয়নের ব্যাঙের চওড়া গ্রামের মিন্টু মিয়া ও তার পিতা সরব আলীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে কক্সবাজার – মহেশখালী নৌ রুটে প্রথমবার চালু উওর মানিকপুর তনু মিয়ার ছেলে রহিম মিয়া প্রতারণা করে ফারুকের পরিবার থেকে টাকা হাতিয়ে নেয় কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল লাইফ স্কয়ার হাসপাতালের মালিক প্রতারক গোলাম রাব্বানী জুয়েল ৭৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় সাধারণ জনগণ থেকে  হিলি দিয়ে ২.৬৭ লাখ মেট্রিক টন চাল আমদানি শেষে বন্ধ হচ্ছে দ্বিতীয় দফা চাল আমদানি সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে আগুন

কুমিল্লায় জামায়াতের সম্মেলনে প্রথম সারিতে দেখা গেল আ.লীগ নেতাকে

কুমিল্লা জেলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি।।

জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে সামনের সারিতে বসতে দেখা যায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সামনের সারিতে বসতে দেখা গেছে। শুক্রবার বিকেল থেকে এই ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার দুপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দেখা যায়। এই ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর নূর ও সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন।

ওই সম্মেলনে উপস্থিত জামায়াতের নেতাকর্মী জানান, সাবেক অর্থমন্ত্রী ও আ হ ম মুস্তফা কামালের নিজ ইউনিয়নের আওয়ামী লীগের ওই নেতা গত বছরের ৫ আগষ্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন।

একাধিক জামায়াত নেতাকর্মী বলেন, ‌’আওয়ামী লীগের সময়ে যেসব আওয়ামী লীগ নেতা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা করেছেন, মামলা দিয়েছেন, সরকার পতনের পর সেসব আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন দল বদলে জামায়াতে আসার চেষ্টা করছেন। বিষয়টি দুঃখজনক।’

এদিকে জামায়াতের সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমি আওয়ামী লীগের পদে আছি এটা সত্য, আমি পদত্যাগ করিনি তাও সত্য। তবে মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে। এটা দোষের কিছু দেখছি না।’

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন বলেন, ‘জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতা-কর্মীরা উপস্থিত থাকার সুযোগ নেই। বিষয়টি খেয়াল করিনি। খোঁজ নিয়ে দলীয় ফোরামে বিষয়টি আলোচনা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট